জীবনের সেরা উপদেশটি কী দেবেন?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
moin uddin
আমেরিকায় এক বরফশীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটি কে জিজ্ঞাসা করলেন-“ বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোন উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? ” বৃদ্ধ লোকটি উত্তর দিল-“ আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি।” কোটিপতি বললেন- “আমার জন্য অপেক্ষা করুন। এক্ষুনি আমি ঘরে গিয়ে আপনার জন্য একটি উষ্ণ কাপড় নিয়ে আসছি।” দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বললেন যে তিনি অপেক্ষা করবেন।