১। Need and Wants এদুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। যেটা আপনার শুধু সেটা কিনতে হবে এবং অপ্রয়োজনীয় কেনাটা বন্ধ করতে হবে কারণ আমাদের ইনকামের বড় একটা অংশ কেনাকাটায় চলে যায়। এ সম্পর্কে ওয়ারেন বাফেট বলেন যে,
’’ যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো তবে শীঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করা শুরু করতে হবে।”
২। টাকা মাটির ব্যাংকে, বালিশের নিচে এবং বিছানার নিচে না রেখে ব্যাংক একাউন্টে রাখা । এতে করে টাকা জমানোর আগ্রহ যেমন থাকবে তেমনিভাবে ব্যাংক থেকে লাভ ও পাওয়া যাবে।
৩। রেস্টুরেন্ট এ কম খাওয়াদাওয়া করা।
৪। নিজের হাতে থাকা টাকা বন্ধুবান্ধবকে খাওলাদ দিয়ে উদারতা না দেখিয়ে ভালো কোন জায়গায় ইনভেস্ট করা।
৫। শেয়ার বাজার সম্পর্কে ভালো বই পড়া ও ভালো ধারণা নিয়ে বিনিয়োগ করা।
৬। বিভিন্ন মিউচুয়াল ফান্ডে টাকা কিভাবে বিনিয়োগ করতে হয় সে সম্পর্কে ধারনা নেওয়া ও বিনিয়োগ করা।
৭।টাকার প্রতি সাইকোলজি আচরণ কেমন হবে সেগুলো শেখা উচিত। আপনার প্রতি মাসের খরচগুলো ট্রাক করা উচিত এবং সেখান থেকে অপ্রয়োজনীয় খরচ পরের মাসে কমানো উচিত ।
৮।মানুষিকভাবে প্রস্তুত থাকা ও সবসময় নিজেকে সতর্ক রাখা যে আমাকে কোটিপতি হতে হবে । এ জন্য সব সময় মোটিভেটেট থাকতে মানি ম্যানেজমেন্ট ভিডিও গুলো দেখতে পারেন।
আশা করি এগুলো যথাযথ মেনে চললে ইনশাআল্লাহ একদিন কোটিপতি হতে পারবেন।
Leave a comment